Good Afternoon Users!
Good To See You All Here At FreeBie Zone.
Congratulations To The Internet Users!
JIO is the fastest growing Telecommunication Company now revealed that, JIO will continue to provide its free 4G Internet, Voice Calls, Jio Voice service until 31st of March 2017.
This has been done for Happy New Year. All current and new users will get the benefit of all free services provided by JIO.
See the Bengali full news below.
জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর। ঘোষণা করলেন সংস্থার CMD মুকেশ আম্বানি। বাড়ছে জিও ওয়েলকাম অফারের সময়সীমা। ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত চালু থাকবে এই অফার। নতুন এই অফার প্ল্যানের নাম দেওয়া হয়েছে "জিও হ্যাপি নিউ ইয়ার অফার"। নতুন এই অফারের সুবিধা পাবেন সব জিও গ্রাহকরাই। ৪ ডিসেম্বর, ২০১৬ থেকে ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত সব জিও অ্যাপ্লিকেশনই বিনামূল্যে পাবেন গ্রাহকরা। জিও ডেটা, ভয়েস, ভিডিও কল সবই ফ্রি থাকছে 'জিও হ্যাপি নিউ ইয়ার অফার'-এ।
একইসঙ্গে মুকেশ আম্বানি জানান যে, মোবাইল নাম্বার পোর্টেবিলিটি পুরোপুরি সাপোর্ট করছে জিও। নাম্বার এক রেখে যেকোনও নেটওয়ার্ক থেকে জিওতে বর্তমান নাম্বার পোর্ট করানো যাবে। পাশাপাশি আজ মুকেশ আম্বানি মোদীর নোট বাতিল সিদ্ধান্তের সমর্থনেও মুখ খোলেন। বলেন, "প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত যুগান্তকারী পদক্ষেপ।" এছাড়াও তিনি বলেন, তিন মাসের মধ্যে জিও বিশ্বে 'ফাস্টেস্ট গ্রোয়িং' টেকনোলজি কোম্পানি। দৌড়ে জিও পিছনে ফেলে দিয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও স্কাইপকে। প্রতিদিন জিও-র গ্রাহকসংখ্যা বেড়েছে ৬ লাখ করে।
৮৩ দিনে জিওর গ্রাহক সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে।
No comments:
Post a Comment